প্রেস কাউন্সিল পদক পাওয়ায় সৈয়দ মনিরকে সংবর্ধনা
ফেনী প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পাওয়ায় সাংবাদিক সৈয়দ মনিরকে যৌথভাবে সংবর্ধনা দিয়েছে সোনাগাজী প্রেসক্লাব, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম ও খেলাঘর সোনাগাজী উপজেলা কমিটি। শুক্রবার বিকাল ৫টায় সোনাগাজীর অভিজাত ফুড গার্ডেন রেষ্টুরেন্টে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন খেলাঘর ফেনী জেলা সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সংবর্ধিত অতিথি সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির, জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদ জসিম উদ্দিন, উপজেলা সভাপতি হুমায়ুন কবির, জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি মোর্শেদা মিয়াজি, খেলাঘর ফেনীর সাধারণ সম্পাদক টিটো দত্ত, নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ ।
বক্তারা বলেন, সোনাগাজীসহ ফেনীর গ্রামীণ, কৃষি , শিল্প ও সমস্যা-সম্ভাবনার সংবাদ প্রকাশের মাধ্যমে সৈয়দ মনির ব্যতিক্রমি এক সংবাদধারার চর্চা করছেন। জাতীয়ভাবে এর স্বীকৃতি পেয়েছেন তিনি। তার এ অর্জনের মাধ্যমে ফেনীবাসী গর্বিত হয়েছে।
সোনাগাজী প্রেসক্লাব সহ সভাপতি এম নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী হানিফ, ওবায়দুল হক, সাবেক সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন, সহ সভাপতি মমিন ভূঞা, সাবেক সহ-সভাপতি বাহার উল্যাহ, কোষাধ্যক্ষ নুরুল আলম, নির্বাহী সদস্য এডভোকেট হেদায়েত উল্যাহ ভূঞা, ডাঃ কামাল উদ্দিন, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম’র সিনিয়ির সহ-সভাপতি কবি মহি উদ্দিন খোকন, বেলাভূমি খেলাঘর আসর সভাপতি মোতাহের হোসেন তৌহিদ, বকুলতলা খেলাঘর আসর সভাপতি আবুল বাশার প্রমুখ।
উল্লেখ্য, গ্রামীণ সাংবাদিকতায় এবার বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেয়েছেন ভোরের কাগজের সাংবাদিক সৈয়দ মনির আহমদ। তিনি সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম’র উপদেষ্ঠা ও খেলাঘর ফেনী জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য।
(এসএম/এএস/ডিসেম্বর ২৩, ২০২২)