মেহেরপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন
এস এ সাদিক, মেহেরপুর : আজ শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে কুচ কাওয়াজ করে বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, বিএনসিসি সরকারি কলেজ, বিএনসিসি সরকারি মহিলা কলেজ, বিএনসিসি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোভার স্কাউট মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ রোভার দল, সহিউদ্দিন ডিগ্রী কলেজ রোভার দল, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, স্কাউট সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার।
এছাড়াও এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন, কবি নজরুল শিক্ষা মঞ্জিল, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেহেরপুর বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন।
পরে সেখানে মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শনী করা হয়। শরীরচর্চা প্রদর্শনীতে ক গ্রুপে ১ম স্থান অধিকার করেছে এ এল এম জিয়াউল হক ফ্রেন্ড ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, ২য় স্থান অধিকার করেছে সরকারি শিশু পরিবার এবং ৩য় স্থান অধিকার করেছে মেহেরপুর বুদ্ধির প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়। খ গ্রুপে ৩য় স্থান অধিকার করেছে হলিপাবলিক প্রি ক্যাডেট এন্ড জুনিয়ার হাই স্কুল, ২য় স্থান অধিকার করেছে গ্রোলিয়াস প্রি ক্যাডেড একাডেমি এবং ১ম স্থান অধিকার করেছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। কুচ কাওয়াজে ক গ্রুপে ৩য় স্থান অধিকার করেছে বিএনসিসি সরকারি উচ্চ বালক বিদ্যালয়, ২য় স্থান অধিকার করেছে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় গার্লস গাইড দল এবং ১ম স্থান অধিকার করেছে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্কাউট দল। খ গ্রুপে ৩য় স্থান অধিকার করেছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করেছে গ্রোলিয়াস প্রি ক্যাডেড একাডেমি এবং ১ম স্থান অধিকার করেছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। কুচ কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুর জেলার পুলিশ সুপার রাফিউল আলম সহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সম্মানিত জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
(এস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২২)