ভোলার তজুমদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার তজুমদ্দিন থানায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়াল মাধ্যমে বক্তব্য প্রদান করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
পুলিশ সুপার, মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয় সভাপতিত্বে এবং অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর দিকনির্দেশনা ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান একেএম সহিদুল্যাহ কিরণ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, ছাত্রলীগ নেতা তুহিন তালুকদার ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, জেলা পরিষদ সদস্য, ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
(সিআর/এসপি/অক্টোবর ২৯, ২০২২)