কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ জসিম (৩২) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) ভোরে উখিয়ার পালংখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ১৬ ব্লকে এ ঘটনা ঘটে।

এপিবিএন সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে ১৫-১৬ দুর্বৃত্ত জসিমের বসতঘরে ঢুকে তাকে ঘর হতে বের করে বুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, কারা এবং কেন জসিমকে খুন করেছে তার কারণ এখনো জানা যায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত।

অন্যদিকে, মঙ্গলবার রাতে উখিয়া কুতুপালং ২ ইস্ট ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে একই ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি মোহাম্মদ সালাম গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন। চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় দুই মাঝিসহ চারজন রোহিঙ্গা খুনের ঘটনা ঘটেছে।

(ওএস/এসপি/অক্টোবর ২৬, ২০২২)