আরেকটি সরকার থাকলে দেশ চলতে পারে না
স্টাফ রিপোর্টার : সরকারের বাইরে আরেকটি সরকার থাকলে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
আইনের শাসনকে অস্বীকার করলে সরকারকেই অস্বীকার করা হয় বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলরসহ পাঁচজনের অপহরণের ঘটনাকে ইঙ্গিত করে সাবেক মন্ত্রী একথা বলেন।
(ওএস/এটি/এপ্রিল ২৮, ২০১৪)