তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : উদ্বোধন হলো নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতু নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু। আজ সোমবার দুপুর ১২ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় নারায়ণগঞ্জ জেলার সাংসদ সদস্যরা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা সহ নারায়ণগঞ্জের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকার যৌথ অর্থায়নে ১২৫৩ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকা। ছয় লেনে ২২ দশমিক ১৫ মিটার প্রশস্থ নদীতে ৫টি সহ মোট ৩৮টি স্প্যান রয়েছে। সেতুটি চালু হওয়ায় দক্ষিণ ও পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট বিভাগের সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা সহজ হল।
শীতলক্ষ্যা নদীটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা ও সোনারগাঁও উপজেলাকে জেলা সদর থেকে পৃথক করেছে। এ দুটি উপজেলার সাথে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় বর্তমানে এ অঞ্চলের জনসাধারণকে কাঁচপুর সেতু হয়ে দীর্ঘ প্রায় ৩০ কি.মি. পথ ঘুরে জেলা সদরের সাথে যোগাযোগ করতে হয়। অথবা ঝুঁকিপূর্ণভাবে জলযানের সহায়তায় নদী পার হতে হয়। ফলে অত্র এলাকার সাধারন জনগণ, পেশাজীবি ও কর্মজীবি শ্রেণিকে তাঁদের যাতায়াত এবং এতদঞ্চলে উৎপাদিত কৃষি ও অন্যান্য পন্য সামগ্রী পরিবহনে ভোগান্তি পোহাতে হয়। তাই শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণ অত্র এলাকার জনগণের দীর্ঘদিনের দাবী।
উল্লেখ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলা সফরকালে এক জনসভায় শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং পরবর্তীতে ০৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ ঠিকাদার Sinohydro Corporation Limited এর সাথে সেতু নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষরিত হয়।
সেতুটি শিল্প ও বন্দর নগরী হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ জেলা সদরের সাথে সড়ক পথে সোনারগাঁও ও বন্দর উপজেলার সরাসরি সংযোগ স্থাপন করবে। এছাড়া ঢাকা শহরের যানজট নিরসনকল্পে বিকল্প সড়ক যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে সৌদি ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান এর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরুপ সেতুটির নামকরণ করা হয়েছে “বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু”।
সেতুটি নির্মাণে নারায়নগঞ্জ জেলা সদর এর সাথে বন্দর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের পাশাপাশি দেশের তিনটি প্রধান জাতীয় মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-মাওয়া-খুলনা সরাসরি সংযুক্ত হওয়ার দ্বার উম্মোচিত হবে। ফলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ নিশ্চিত সহ এ সমস্ত সড়কে যানবাহন চলাচল ও পণ্য পরিবহনের জন্য বিকল্প সড়ক হিসাবে ঢাকা শহরের যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এতে যানবাহন গুলো নারায়ণগঞ্জ শহরে না ঢুকে মদনপুর হয়ে মুন্সিগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতু হয়ে যেতে পারবে। একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহন গুলো শীতলক্ষ্যা সেতু পার হয়ে মদনপুর দিয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যেতে পারবে। সেতুটি উদ্বোধনের ফলে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
সেতু উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাধারণ জনগণ পায়ে হেঁটে আনন্দ মুখর পরিবেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পারি দেয়
(এস/এসপি/অক্টোবর ১০, ২০২২)