রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে টমটম উল্টে সান্দ্রা চাকমা (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান মোড়ে এ ঘটনা ঘটে।

সান্দ্রা চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জীবতলী গ্রামের জামিনি কুমার চাকমার ছেলে।

থানা সূত্রে জানা যায়, রাবার বাগান মোড়ে যাত্রীসহ টমটমটি অন্য একটি টমটমকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সান্দ্রা চাকমার মৃত্যু হয়। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন জ্ঞান বীর চাকমা (৪৬) ও জ্ঞান রতন চাকমা (৪৭)।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, “এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

(আরএম/এসপি/অক্টোবর ০৭, ২০২২)