আশু রঞ্জন সেনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন
দিলীপ চন্দ, ফরিদপুর : আজ ২ অক্টাবর আশু রঞ্জন সেনের ৪৯তম মত্যুবার্ষিকী। তিনি ১৯৭৩ সনর এই দিন রাজবাড়ী জেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামে নিজ বাড়িতে ডাকাতের গুলিত নিহত হন।
আশু রঞ্জন সেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অলোক সেনের পিতা। আশু রঞ্জন সেন মামুনপুর ইউনিয়নর সাবেক চেয়ারম্যান ছিলন। তার মত্যু বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুর শহরের কমলাপুর রামকৃষ্ণপল্লির অলোক সেনের নিজ বাড়ীতে গীতাপাঠ, দুপুরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাঝে খাবার বিতরণ এবং সন্ধ্যায় তার প্রতিকৃতিতে ধুপ-দীপ জ্বালিয় দিবসটি পালন করা হবে।
(ডিসি/এসপি/অক্টোবর ০২, ২০২২)