মাদারীপুরে গাজাসহ ৩ আটক
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ঝিকরহাটি এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ মিজানুর রহমান (৪০), বোরহান দর্জি (৩৭) ও সোহেল খান (৩৫) নামের ৩ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের ঝিকরহাটি এলাকায় সোমবার ভোর ৪টার দিকে মাদারীপুর পুলিশ সুপার (সার্কেল) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এসআই বিপুল চন্দ্র, এসআই গোবিন্দ চন্দ্র, এসআই আমিনুল ইসলাম, এসআই রাজিব হোসেনকে নিয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাজাসহ মিজান, বোরহান ও সোহেলকে আটক করা হয়। সকালে তাদের জেলে পাঠানো হয়েছে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বক্কর সিদ্দিক জানান, যাদের আমরা আটক করেছি তাদের দুইজনের নামে আমাদের কাছে আগেই তালিকা ছিল। বড় ধরণের মাদকের চালানের সংবাদ পেয়ে এদের আটক করা হয়। আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
(এএসএ/এটি/এপ্রিল ২৮, ২০১৪)