স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে যত মামলা করা হয়েছে তার কোন ভিত্তি নেই। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেকের বিরুদ্ধে মামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দসহ দলের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও গুম, খুনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সারাদেশের উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে এ কর্মসূচি পালিত হচ্ছে।

(ওএস/এটি/এপ্রিল ২৮, ২০১৪)