সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
মারুফ সরকার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে "বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ভাবনা: বর্তমানে প্রাসঙ্গিকতা" এ স্লোগানকে সামনে রেখে রবির অ্যাকাডেমিক ভবনের লেকচার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে এ সেমিনারারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন এবং সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, রবির ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ।
এ সময় রবির রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
(এমএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২২)