জীবতলীতে সেগুন গাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারি নিহত ১, আটক ২
রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলা ১ নং জীবতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৌশল্যাঘোনা এলাকায় পাহাড়ি সেগুন গাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ইব্রাহিম (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলাধীন ১নং জীবতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৌশল্যাঘোনা এলাকায় নিহত ইব্রাহিমের মালিকানাধীন সেগুন বাগানে এই ঘটনা সংগঠিত হয়। নিহত ইব্রাহীম বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি বাজার এলাকার বাসিন্দা মৃত লাল মোহাম্মদ আকনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো কবির হোসেন তিনি আরো বলেন,কোতোয়ালি থানা পুলিশ ও বিলাইছড়ি থানা পুলিশসহ যৌথ প্রচেষ্টা এ ঘটনায় জড়িত সন্দেহে মিন্টু মিয়া (৫২) ও গোলাম মোস্তফা (৩৬) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর হতে মোঃ বাবুল নামের আরো একজন পালিয়ে গেছে বর্তমান সেই পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম নিজ বাগান থেকে মিন্টুর নিকট শতাধিক সেগুন গাছ বিক্রি করে আরও এক বছর আগে। সেই গাছগুলো বুঝিয়ে দিতে রোববার দুপুরে মিন্টু ও তার আরও তিন সহযোগিকে সঙ্গে নিয়ে বাগানে যান ইব্রাহিম। এসময় বাগানের এক সাইট থেকে সিরিয়াল অনুসারে গাছ নির্ধারণ করতে থাকেন ইব্রাহিম। কিন্তু ক্রেতা মিন্টু ও তার সহযোগিরা বাগানের বড় বড় গাছগুলো নিতে চাইলে উভয় পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। যা এক পর্যায়ে মারামারিতে গিয়ে পৌঁছায়। এসময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সালমান পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো বলেন,তার মাথার পিছনে ছোট আঘাতের চিহ্ন ছিল বলেও তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
(আরআর/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২২)