সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় সিএনজিতে আগুন
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি-আসামবস্তি টু কাপ্তাই সড়কে মাসিক চাঁদা না দেওয়ার অভিযোগে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঐ সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, আমরা ঘটনার সংবাদ পেয়ে সাড়ে ১১ টার দিকে ঐ সড়কে গিয়ে সিএনজির আগুন নেভাতে সক্ষম হই এবং সিএনজির ইঞ্জিন বাঁচাতে পারলেও ততক্ষণে সিএনজির বাকি অংশটুকু আগুনে পুড়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ৭আর ই ব্যাটালিয়নের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
পুড়ে যাওয়া সিএনজির চালক রাঙামাটি তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেন'কে জিজ্ঞেস করা হলে তিনি জানান,রাঙামাটি-আসামবস্তি সড়ক থেকে দুই জন যাত্রী নিয়ে কাপ্তাই আসার সময় আগরবাগান পর্যন্ত আসলে৪ থেকে ৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কিনা জিজ্ঞেস করে।
পরে তাদেরকে ১ হাজার টাকা দিতে চাইলেও তারা তা না শুনে সিএনজিটি’তে আগুন লাগিয়ে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে চলে যান তারা। তিনি আরো বলেন, ঘটনা বিষয়টি রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দদেরকে অবহিত করেছি।
কাপ্তাই নতুনবাজার সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক গণমাধ্যম'কে জানান, এই বিষয়ে রাঙামাটি জেলা সিএনজি চালক সমিতি'কে অভিযোগ দায়ের করলে তারা পরবর্তীতে ব্যবস্থা নেবেন।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২২)