মারুফ সরকার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার  গাড়াদহ ইউনিয়নের মশিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, সকালে স্কুলের মাঠে মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২২)