ভান্ডারিয়া আয়ামী লীগের কাউন্সিল পদে ফায়জুর রশিদ খশরু নির্বাচিত
পিরোজপুর প্রতিনিধি : দীর্ঘ ২৬ বছর পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ফায়জুল রশিদ সভাপতি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ভাইস চেয়ারম্যানের সভা কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মো. ফায়জুর রশিদ খশরু জোমাদ্দার ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার পান ৬৭ ভোট। এতে উপজেলার ৭ ইউনিয়নের ১৬২ জন কাউন্সিলরের মধ্যে ১৫৮ জন ভোট প্রদান করেন।
এতে প্রধান অতিথি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিরোজপুর ১ আসনের এমপি এ কে এম এ আউয়াল সন্ধ্যার পর এ ফলাফল ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ এম এ হাকিম হাওলাদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদ,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মিরাজুল ইসলাম মিরাজ, জেলা আওয়ামী লীগের সদস্য মো.শাহজাহান তালুকদার,গোলাম মোস্তফা বাচ্চু হাওলাদার, কৃষকলীগের সভাপতি মো.চান মিয়া মাঝি জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সভাপতি হাসান আম্মান লিটন,সাধারণ সম্পাদক খায়রুজ্জামান মিঠু,ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার,আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না ,টুঙ্গীপারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হাফিজুর রশিদ তারেক,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী কেশোয়ারা বীথি প্রমুখ।
এর আগে ২৮ সেপ্টেম্বর ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামকে ভান্ডারিয়া উপজেলপা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।
(এসএ/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)