মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন ইন্দ্রলাল তনচংঙ্গ্যা
রিপন মারমা, রাঙামাটি : এক সপ্তাহে ব্যবধানে অবশেষে অগ্নিকাণ্ডের কাছে হেরে গেলেন চিৎমরম ইউনিয়ন পরিষদের সুচিব ইন্দ্রলাল তনচংঙ্গ্যা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টায় দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তার নিজ বাড়ি হচ্ছে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ডাক্তার পাড়ার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। সেই বর্তমানে কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন যাবত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ, গত(শুক্রবার আগস্ট) ভোর সাড়ে ৪ টায় দিকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান বনগ্রাম মাদ্রাসা সংলগ্ন এলাকায় কলোনিতে অগ্নিকান্ড ঘটনা ঘটে। তাঁর পাশের বিল্ডিং এ বসবাসরত কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তনচংঙ্গ্যা, এবং তাঁর স্ত্রী এবং মেয়েসহ সর্বমোট আট জন আগুনে পুড়ে যান। বাকি সাত জন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইন্দ্রলাল তনচংঙ্গ্যা মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ী রাজস্থলীতে নেওয়া পর আগামীকাল শুক্রবার তাঁর অনিত্য সভা শেষে তাঁকে গ্রামের বাড়িতে সৎকার করা হবে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২২)