রিজভীর কুড়িগ্রামের নিজ বাসায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নিউজ ডেস্ক, ঢাকা : জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কুড়িগ্রামের নিজ বাসায়।
বুধবার রাত সাড়ে ৮টায় জেলা শহরের সরদার পাড়ায় রিজভীর বাসায় বিএনপির দুই গ্রুপের নেতা-কর্মীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যান। দলের সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময়ের এক পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার গ্রুপের সঙ্গে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় রুহুল কবির রিজভী দুটি গ্রুপকে নিবৃত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় দুই গ্রুপের ১০ আহত হয়। এ সময় রুহুল কবির রিজভীর বাসভবনের আসবাবপত্রও ভাঙচুর করা হয়। এ ব্যাপারে রুহুল কবির রিজভী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড় দলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে।
(ওএস/পি/অক্টোবর ০৮, ২০১৪)