পিরোজপুরে নদীতে মোবাইল কোর্টের অভিযান, ২৭ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের বিভিন্ন নদ-নদীতে গত তিন দিনের অভিযানে ২৭ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তরের মোবাইল কোর্ট। এ সময় অবৈধ ভাবে মাছ ধরার কারনে গ্রেফতার করেছে দু’জন জেলেকে। তাদেরকে মোবাইলকোর্টের মাধ্যমে ১ বছরের জেলে পাঠান হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ অলিউর রহমান জানান, ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উপকুলীয় ৪ টি অভয়আশ্রম সংলগ্ন ইলিশ শিকার নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে মাছ শিকার করার সময় গত তিন দিনে মোট ১২ টি মোবাইল কোর্টের মাধ্যমে ২৩ টি অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলার বলেশ্বর, সন্ধ্যা, কচাঁ নদী সহ বিভিন্ন নদী হতে অবৈধ ১ লক্ষ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় জেলেদের কাছ থেকে ৮৬ কেজি ইলিশ মাছ আটক করা হয়, যা বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয়েছে। জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালি থেকে ইলিশ শিকারের সময় দু’জনকে আটক করে মোবইল কোর্টের মাধ্যমে ১ বছর করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। তিনি জানান, আগামী ১৫ তারিখ পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।
(এসএ/অ/অক্টোবর ০৮, ২০১৪)