নাজিরপুরে হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু, লাশ নিয়ে শোক মিছিল
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলাতলা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ইলিয়াস হোসেন (৩৫) নামের এক যুবলীগ নেতা মারা গেছেন। এর প্রতিবাদে বুধবার নিহতের লাশ নিয়ে শোক মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। এ ঘটনায় নাজিরপুর থানায় মামলার পর ২জনকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার রাত নয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত ইলিয়াস সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় থানায় মামলা হলে মঙ্গলবার ভোরে হানিফ শেখ (২৪) ও হায়দার আলী (৩২) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগ অফিস থেকে নিহত ইলিয়াসের লাশ নিয়ে মিছিল করে আওয়ামীলীগ। এর পর জানাজা শেষে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা পুনরায় বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মালেক বেপারী, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান আতিয়ার, শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ আক্তারুজ্জামান গাউস, নাজিরপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু, সাবেক সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, নাজিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হাসান ডালিম, সাধারন সম্পাদক মোঃ সুমন হাওলাদার প্রমুখ।
এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ অক্টোবর সকালে ৭০ হাজার টাকাসহ গরু কিনতে যাচ্ছিলেন ইলিয়াস। এ সময় নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদারের নেতৃত্বে ২০-২৫ জন লোক স্থানীয় জাহিদুল হক খানের দোকানের সামনে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইলিয়াসের ওপর হামলা চালায়। ইলিয়াস আত্মরক্ষার জন্য জাহিদুলের দোকানে আশ্রয় নেন। পরে ওই দোকানে হামলা চালিয়ে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত ইলিয়াসকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গত ৩ অক্টোবর ইলিয়াসকে আহত করার ঘটনায় তিনি (ইলিয়াস) বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংসতায় অংশ নেওয়া বিএনপি-জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারে ইলিয়াস পুলিশকে সহযোগিতা করতেন। এ কারণে তার ওপর হামলা চালানো হতে পারে।
নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খানের দাবি, ইলিয়াসের সঙ্গে স্থানীয় কিছু লোকের পূর্ব শত্রুতার জেরে তাকে মারধর করা হয়েছে। ব্যক্তিগত মারধরের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের মামলায় জড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে মামলার এক আসামি বিএনপির কর্মী নুরুল ইসলামের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে এবং আরেক আসামি বিএনপি কর্মী মানিক মিয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান।
(এসএ/অ/অক্টোবর ০৮, ২০১৪)