মহেশখালীতে ১০ মামলার আসামী নুর হোসেন গ্রেপ্তার
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে নুর হোসেন নামে ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুর হোসেন হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, অপহরণ ও পুলিশের ওপর হামলার মামলাসহ মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।
(জেএস/এএস/আগস্ট ১২, ২০২২)