ফরিদপুরে তিনটি গুদামে আগুন
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বঙ্গবন্ধু সড়কের পাট, চাউল ও কাগজের তিনটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকালে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, তিনটি গুদামের কোনো একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। এতে তিনটি গুদাম পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা জানায়, আগুনে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
(ওএস/এইচআর/অক্টোবর ০৭, ২০১৪)