জেনে নিন মঙ্গলবারের রাশিফল
মেষ: বহু শ্রমযোগে নতুন পরিকল্পনায় সাফল্যের সূচনা। অন্যের সমস্যা মেটাতে গিয়ে চক্রান্তের ফাঁদে পড়ার আশঙ্কা। ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিরোধ বাড়বে।
বৃষ: বিলম্ব হলেও দক্ষতার স্বীকৃতি মিলতে পারে। অপরিচিতের আনুকূল্যে বিপদ থেকে রক্ষা। বিষয়সম্পত্তি কেনার শুভ যোগ।
মিথুন: সম্পত্তি-বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে জটিলতার জেরে সংস্থা পরিবর্তনের চিন্তা। পথেঘাটে বাড়তি সতর্কতা দরকার।
কর্কট: সম্পর্কের অবনতির কারণে পৈতৃক সম্পত্তি হাতছাড়া হতে পারে। কর্মকর্তার হস্তক্ষেপে প্রতীক্ষিত পদোন্নতির সম্ভাবনা। সঞ্চয়ের নতুন পরিকল্পনা।
সিংহ: নতুন কর্মোদ্যমে সাফল্য ও অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। হজমের গোলযোগ ও দৈহিক দুর্বলতা।
কন্যা: মধুর ও যুক্তিপূর্ণ বক্তৃতায় প্রভাবিত করে বিরুদ্ধবাদীদের অনুকূলে আনতে পারেন।
তুলা: মানসিক দুর্বলতায় নতুন পরিকল্পনার অগ্রগতি ব্যাহত হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি ও কাজে ব্যাঘাত।
বৃশ্চিক: কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশের জন্য মানসিক অস্থিরতা বাড়তে পারে। বাক্যালাপে অসতর্কতার জন্য ভুল বোঝাবুঝি। কাছেপিঠে সবান্ধব ভ্রমণ।
ধনু: মাত্রাছাড়া ভাবাবেগ কার্যসিদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সমস্যা মিটিয়ে কর্মক্ষেত্রে প্রশংসা লাভ। লটারিতে প্রাপ্তিযোগ।
মকর: পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য। গুরুজনের সঙ্গে মতানৈক্য ও বিবাদে মনঃকষ্ট।
কুম্ভ: বাক্সংযমের অভাবে বিপত্তির আশঙ্কা। মৌলিক কর্মপরিকল্পনায় উপার্জনের বিকল্প পথ মিলতে পারে। হাড়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা।
মীন: গণ্যমান্য ব্যক্তির অনুগ্রহে আর্থিক উন্নতির সূচনা। সন্তানের বহির্মুখী মতিগতি অশান্তির কারণ হতে পারে।
(ওএস/অ/অক্টোবর ০৭, ২০১৪)