মাগুরা জেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক হাসান সিরাজ সুজার ১ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে জেলা জাতীয় পার্টির আহবায়ক সেলিনা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত মহাসচিব মো. সাইদুর রহমান টেপা। উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাভোকেট সাইফুজ্জামা শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, এ্যাডভোকেট জহুরুল হক জহির, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু,জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু প্রমুখ।
আলোচনা সভা শেষে এ্যাডভোকেট হাসান সিরাজ সুজার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
(এমএইচএল/এএস/আগস্ট ০১, ২০২২)