নিউজ ডেস্ক, ঢাকা : এক বন্ধু ফেসবুকে প্রেমিকাকে বারবার পোক করছিল। সেই অপরাধেই বন্ধুকে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে লন্ডনে, অভিযুক্ত যুবক স্কট হামফ্রে এখন জেলে। রিচার্ড রোভেটিও নামে তা এক বন্ধুকে খুন গাড়ির মধ্যেই খুন করেছে বলে অভিযোগ।

একটি পার্টি থেকে ফেরার সময় ক্যাবের মধ্যেই এই খুনের ঘটনা ঘটে। ওই ক্যাবের চালক জানিয়েছেন, গাড়িতে আসতে আসতেই দুই যুবকের মধ্যে ঝগড়া শুরু হয়। বান্ধবীকে ফেসবুকে পোক করা নিয়েই ওই ঝগড়া হয়।

রিচার্ড জানায় যে স্কটের ওই মহিলার সঙ্গে সম্পর্কের কথা তার জানা ছিল না। এরপরই খুনের ঘটনা ঘটে।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)