কালকিনিতে আগুন লেগে ৬টি বসতঘর পুড়ে ছাই
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বালিগ্রামে রবিবার দুপুরে রান্নাঘর থেকে আগুন লেগে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী পরিবারের দাবী।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, আ. রব তালুকদারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে লুৎফর তালুকদার, এমদাদ হোসেন, ইলিয়াস হোসেন, জেন্না তালুকদার ও লোকমান তালুকদারের বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
(এএসএ/এটি/এপ্রিল ২৭, ২০১৪)