গণতন্ত্রের যাত্রা শুরু করেছে জাতীয় পার্টি
স্টাফ রিপোর্টার : জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দলীয় ‘একনায়কতন্ত্র’ থেকে গণতন্ত্রে যাত্রা করছে জাতীয় পার্টি। গণতন্ত্রের এ যাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, আগামী ডিসেম্বরেই জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কাউন্সিলে সরাসরি কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচন করা হবে।
রবিবার বেলা দুটার দিকে গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে পার্টির এক যৌথসভা শেষে সাংবাদিকদের এ কথা জানান পার্টির মহাসচিব।
হঠাৎ করে মহাসচিব পরিবর্তনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘দেশের অবস্থার সাথে দলে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এটা গণতন্ত্র অনুযায়ী হয়েছে এবং পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রের ৩৯ ক ধারা মোতাবেক তার যতটুকু ক্ষমতা ততটুকু প্রয়োগ করেছেন।
তবে গঠনতন্ত্রের ৩৯ (ক) ধারা বহাল থাকবে থাকবে কিনা জানতে চাইলে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। মহাসচিব বলেন, ডিসেম্বরের আগেই আমরা জুন জুলাইতে সারাদেশে গণসংযোগ করব। এর মাধ্যমে একটা ক্ষেত্র প্রস্তুত করবো, যাতে আমরা ডিসেম্বরে কাউন্সিল করতে পারি। জাতীয় কাউন্সিলেলর আগে প্রতিটি জেলায় এবং উপজেলায় কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং এসব কাউন্সিলে যারা নেতা নির্বাচিত হবেন তারা ওখানকার কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।
জিয়াউদ্দিন বাবলু আরো বলেন, ৯০ দশকের পর থেকে দেশে যেসব সংসদ চলেছে সেসব সংসদে কোনো বিরোধী দল ছিল না। বিরোধী দলহীন সংসদ মানে সংসদ অচল। বিরোধী দল বিহীন সংসদ চলতে পারে না। তিনি বলেন, আমাদের দেশে বিরোধী দল মানেই সংসদ বর্জন, গালিগালাজ ও উত্তপ্ত বাক্য বিনিময়। আমরা প্রয়োজনে সংসদ বয়কট করব, সরকার রজস্বার্থ বিরোধী কাজ করলে তীব্র প্রতিবাদ জানাব।
(ওএস/এটি/এপ্রিল ২৭, ২০১৪)