লন্ডনে আ’লীগের সাবেক মন্ত্রী লে. কর্নেল (অঃ) মুহম্মদ ফারুক খানকে সংবর্ধনা
নূরুল আমিন খোকন, ফেনী : পূর্ব লন্ডনের একটি হোটেলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামি লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অঃ) মুহম্মদ ফারুক খান এম, পি এর সম্মানে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই) সন্ধ্যার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. টি. এম জানে আলম (বুলবুল), সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল খান শামীম।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির নেতৃবৃন্দ প্রধান অতিথি মুহাম্মদ ফারুক খান (এমপি) কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং তাঁর হাতে বঙ্গবন্ধু সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সভায় লে. কর্নেল (অঃ) মুহাম্মদ ফারুক খান তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানান।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গোলাম ফারুক, আসমা আলম, জহিরুল ইসলাম, সৈয়দ জামান নাসের, মোঃ ফারুক সহ প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে আমন্ত্রিত মেহমান ফারুক খানের সম্মানে নৈশভোজের আয়োজন করে সকলেই নৈশভোজে অংশগ্রহন করেন।
(এনএকে/এএস/জুলাই ২১, ২০২২)