মাগুরায় পুলিশ হেফাজতে বাসের টিকিট বিক্রেতার মৃত্যু, ফাঁড়ির ইনচার্জ ক্লোজ

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা বাসস্টান্ডে শনিবার সন্ধ্যায় সালাম শেখ (৪৫) নামে এক বাস টিকিট বিক্রেতা পুলিশ হেফাজতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি রামনগর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় নাকোল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই জামালকে তাৎক্ষনিক ভাবে মাগুরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান , ওয়াপদা বাজার বাসস্টান্ডে যানবাহনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে চৌগাছি গ্রামের সিরাজউদ্দিন বিশ্বাসের ছেলে রাশেদুল ইসলামের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয়রা উভয়ের মধ্যে আপস মিমাংসা করে দেন। এর এক পর্যাযে ভুক্তভোগী ওই যাত্রী ৯৯৯ নাম্বারে ফোন দেন। তার জেরে নাকোল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই জামাল ওয়াপদা বাসস্ট্যান্ড থেকে সালামকে মারধোর করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে সালাম অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নাকোল, ওয়াপদাসহ আশপাশের জনতা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে গাছ এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে মহাসড়কে প্রচন্ড যানজট সৃষ্টি হয়। এসময় বিক্ষুব্ধ শ্রমিকসহ জনতা এস আই জামালের বিচার দাবি চেয়ে স্লোগান দিতে থাকে। অবস্থার অবনতি হলে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম ঘটনা স্থলে উপস্থিত আলোচনার মাধ্যমে রাস্তার অবরোধ তুলে দেন।
রাতেই এস আই জামালকে মাগুরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোশারফ হেসেন নিশ্চিত করেছেন।
(ডিসি/এএস/জুলাই ১৭, ২০২২)