মাগুরা প্রতিনিধি : মাগুরায় সদর উপজেলা হাজিপুর ইউনিয়নের ফুল বাড়ি গ্রামে বিষধর সাপের কামড়ে আসিয়া খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আসিয়া খাতুন ফুল বাড়ি গ্রামের হবিবুর শেখের স্ত্রী। আজ (১৫জুলাই) শুক্রবার সকালে ফুল বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী হবিবুর রহমান বলেন, বাড়ির পাশে থাকা ধান ভাঙ্গানো মেশিন ঘর। ওখানে আমার স্ত্রী ইঁদুর মারা বিষ মুরগিতে খেয়ে মারা যেতে পারে এই ভেবে নিজ হাতে করে ইঁদুরের গর্তে দিতে গেলে সাপ তাকে কামড় দেওয়া । এ সময় সে অসুস্থ্য হয়ে পড়ে প্রথমে গ্রামের ওঝার কাছে নিয়ে যাই তিনি বিষ নামাতে পারেনি। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রীর মৃত্যু হয়।

এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কৃষ্ণ দাস বিশ্বাস বলেন, ষাট বছর বয়সী এক নারী সকালে অসুস্থ্য অবস্থায় আসে। পরে তাকে চিকিৎসা দিলে কিছুক্ষণের মধ্যে ওই নারীর মৃত্যু হয়। তবে কি কারনে ওই নারী মৃত্যু হয়েছে তা পরীক্ষা ছাড়া সঠিক করে বলতে পারছি না।

(ডিসি/এএস/জুলাই ১৫, ২০২২)