খেলার মাঠ রক্ষার দাবিতে শাহজাদপুরে মানববন্ধন
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : চার গ্রামের খেলার মাঠ রক্ষার দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদীপাড়া গ্রামে খেলার মাঠে দাঁড়িয়েই শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, শতবছরের পুরনো খেলার মাঠটি ধংশ করে সেখানে আশ্রয়ন প্রকল্প স্থাপন করার অপচেষ্টা হচ্ছে। আমরাও চাই আশ্রয়ন প্রকল্প নির্মাণ হোক। কিন্ত সেটা কোনক্রমেই চার গ্রামের খেলার মাঠ ধংশ করে নয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর ড. মুহম্মদ আব্দুল জলিল, বয়োজ্যেষ্ঠ মুরুব্বি রওশন আলী, আতাউর রহমান, মতিউর রহমান, হাফিজুর রহমান শহিদুল হাসান, গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আখতার, বিকেএসপির নারী ক্রিকেট দলের খেলোয়াড় নয়ন তারা খাতুন প্রমুখ।
মানববন্ধবে হলদিঘর, বলদীপাড়া, হরিরামপুর ও ভৈরব গ্রামের স্কুল শিক্ষক, শিক্ষার্থীসহ তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
(আই/এসপি/জুলাই ১৪, ২০২২)