লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিরোজপুর প্রতিনিধি : সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আঃ লতিফ সিদ্দিকীর সাম্প্রতিক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পিরোজপুরে জুম্মার নামাজ বাদ এক বিক্ষোভ মিাছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তৌহিদী জনতার ব্যানারে শহরের বিভিন্ন মসজিদের কয়েক হাজার মুসুল্লীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিল টি কড়া পুলিশি প্রহরায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশ শেষে অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশ থেকে সম্প্রতি সময়ে নিউইয়র্কে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এবং হজ্ব ও ইসলাম সম্পর্কে ঔদ্যত্তপুর্ণ ও অবমাননাকর বক্তব্যের নিন্দা জানিয়ে এবং অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের পেশইমাম মাওলানা মো. শাহ আলম, মাওলানা মহিউদ্দিন, ইমাম মাওলানা নিজাম উদ্দিন শেখ, মাওলানা ইয়া হিয়া, মাওলানা আলাউদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন ও যুব নেতা হাসানুল কবির লীন প্রমুখ।
(এসএ/অ/অক্টোবর ০৩, ২০১৪)