তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার ঈদ ভিজিএফ বিতরণ করলেন এমপি শাওন
চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার সকালে শম্ভুপুর ইউনিয়নের পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে তিনহাজার বিশ জন দুঃস্থদের মাঝে ১০ কেজি করে চাল তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার তুলে দেন সাংসদ শাওন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান একেএম শহীদুল্লাহ্ কিরন, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু প্রমুখ।
(সিআর/এসপি/জুলাই ০৮, ২০২২)