মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা
এস এ সাদিক, মেহেরপুর : মেহেরপুর পৌরসভা নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ ও মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ নারী কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার সকালে মেহেরপুর পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, হিসাব রক্ষক আবুল কালাম আজাদ ফুলদিয়ে বরণ করে নেন মেহেরপুর পৌরসভার নির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটনকে।
পরে পর্যায়ক্রমে বরণ করে নেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবু আব্দুল্লাহ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপন, ৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা ডলার, সংরক্ষিত নারী কাউন্সিলর দিল আফরোজ, শারমিনা পারভিন, রোকসানা কামাল রুনুকে।
পরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মেয়র পত্মী আরিফা রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান ।
(এস/এসপি/জুলাই ০৩, ২০২২)