বীর মুক্তিয়োদ্ধাদের পৌর কর মওকুফ করলেন মেয়র নজরুল
দেবেশ চন্দ্র সান্যাল, উল্লাপাড়া : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পৌরসভা এলাকায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাদের পৌর কর মওকুফ করে দিয়েছেন। আজ বুধবার বেলা ১১ টায় মেয়র মহোদয়ের কক্ষে এক আলোচনা সভায় কর মওকুফের বিষয়টি জানান মেয়র নজরুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেয়র জনাব এসএম নজরুল ইসলাম। আলোচনা সভায় পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম ও ৩১ জন বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
মেয়র মহোদয় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। শেষে পৌর হোল্ডিং ঠিক রাখার জন্য প্রতীকী কর একশত টাকা নির্ধারন করে সকল বীর মুক্তিয়োদ্ধার পৌর কর মওকুফ ঘোষণা করেন। মেয়র মহোদয় বীর মুক্তিযোদ্ধাদের কাছে জাতির ঋণের কথা তুলে ধরেন।
সভা শেষে চা চক্র ও আম ফল দিয়ে আপ্যায়ন করান।দুপুরে সকল বীর মুক্তিযোদ্ধাকে দাওয়াত করে দুপুরে আপ্যায়ন করান।
(ডিএস/এসপি/জুন ৩০, ২০২২)