মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে লেখক আহমদ ছফার ৭৯তম জন্মদিন উদযাপন
জাহেদ সরোয়ার, কক্সবাজার : ৩০ জুন অন্যতম বাঙ্গালী লেখক আহমদ ছফার জন্মদিন। এ উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে 'আহমদ ছফা, চাবুক হাতে অদৃশ্য ঘোড় সওয়ার' শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়। মূল প্রবন্ধ লিখেছেন ও পড়েছেন কবি জাহেদ সরওয়ার।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ ইয়াছিন। আলোচক হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেছেন, রাজনীতিবিদ দিলীপ দাশ, সহকারি অধ্যাপক আশীষ চক্রবর্তী, কবি খালেদ মাহবুব মোর্শেদ, প্রভাষক বেলাল হোসাইন, প্রভাষক কামাল হোসাইন, প্রভাষক ও কবি আলম ছৈয়দ। অনুষ্টানটি সঞ্চালনা করেছেন আবৃত্তিকার তৌহিদা আকতার।
এছাড়াও উপস্থিত ছিলেন মহেশখালী কলেজ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্টানে সভাপতির বক্তৃতা শেষে জন্মদিনের কেক কাটা হয়।
বক্তারা বলেন, আহমদ ছফা শুধু একজন লেখক নন তিনি একজন পাবলিক বুদ্ধিজীবীও। তিনি অদৃশ্য চাবুক হাতে এখনও শাসন করেন বাংলা চিন্তাকে।
(জেএস/এসপি/জুন ৩০, ২০২২)