ভোলার তজুমদ্দিনে বৃদ্ধকে কুপিয়ে জখম
চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনের বিচ্ছিন্ন চর মোজাম্মেল এ আব্দুস শহীদ নামে এক বৃদ্ধকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বেলায়েত নামের এক দুর্বৃত্ত। গতকাল দুপুরে চর মোজাম্মেল এর আজাদ ব্লকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ আব্দুস শহীদ নিজের বাটোয়ারা জমি কর্ষণের সময় আচমকা ধারালো দা দিয়ে কোপাতে থাকে চাঁদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শামসুল ব্যাপারীর ছেলে বেলায়েত। এতে তার মধ্যমা আঙুল কেটে যায়। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে দা'য়ের ভোতা অংশ দিয়ে বুকে আঘাত করায় সংজ্ঞাহীন হয়ে জমিতে পড়ে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আবদুস শহীদের স্ত্রী গুরুতর জখম অবস্থায় তাকে স্পীড বোটে মূল ভূখণ্ডে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সরেজমিনে দেখা যায় বৃদ্ধের সারা শরীরে রক্ত জমাট দাগ ও মধ্যমা আঙুল কাটা।
আহত আব্দুস শহীদের সন্তানরা জানান, তারা বিষয়টি নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
(সিআর/এসপি/জুন ২৭, ২০২২)