মহেশখালীতে বালুর ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
জাহেদ সরওয়ার, কক্সবাজার : মহেশখালী পৌরসভাস্থ নতুন পালপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত সুভাষের পুত্র স্বপন চন্দ্র পালের মালিকানাধীন তুলি এন্টারপ্রাইজ নামক ডাম্পার গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ২৫/০৬/২০২২ ইং দুপুর ২টার সময় হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া এলাকার ১ শিশু করুণ মৃত্যু হয়েছে।
জানা গেছে, স্বপনের মালিকাধীন তুলি এন্টারপ্রাইজ নামক ডাম্পার গাড়ীটি ক্রমান্নয়ে একের পর এক ৩জন লোককে পিশে মেরেছে। সর্বশেষ হোয়ানক ধলঘাট পাড়া এলাকার যে শিশু গাড়ীর চাকায় পিশে মেরেছে তৎক্ষণাৎ এলাকার সর্বস্তরের জনসাধারণেরা সড়ক অবরোধ করেছে পরবর্তীতে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে এনেছে। সর্বশেষ মহেশখালী পৌরসভাস্হ আদালত রোডের পার্শ্বস্হ স্বপনের মালিকানাধীন কয়েকটি দোকান বন্ধ পাওয়া গেছে।
নিহত শিশুর নাম মারিয়া। সে স্থানীয় প্রাইমারিতে ৩য় শ্রেণির ছাত্রি।
(জেএস/এসপি/জুন ২৬, ২০২২)