জাহেদ সরওয়ার, কক্সবাজার : মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মহেশখালী থানাধীন কুতুবজোম ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসআই (নিঃ)/মোঃ আল-আমিন সরকার, এএসআই/ মোঃ জাহিদ হোসেন ও ফোর্সের সহায়তায় মহেশখালী থানাধীন কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া, চরপাড়ায় ১০ লিটার দেশি চোলাই মদ ও ৯০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয় ও একজনকে গ্রেপ্তার করা হয়।  

ধৃত আসামী মোঃ নেজাম উদ্দিন নেজাম একজন মাদক ব্যবসায়ী। তার বসত ঘর থেকেই এই মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি মোঃ আব্দুল হাই। উক্ত ঘটনায় মহেশখালী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

(জেএস/এসপি/জুন ১৭, ২০২২)