শ্রীপুরে দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
মাগুরা প্রতিনিধি : দুর্গাপূজা উপলক্ষে বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলায় বর্ণ্যাঢ্য র্যালী ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলার এনসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বের হয় মটর সাইকেল শোভাযাত্রা। শোভাযাত্রা সহকারে নেতৃবৃন্দ উপজেলার অধিকাংশ পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এর আগে এনসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মইনুল হোসেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, অধ্যাপক অপূর্ব মিত্রসহ স্থানীয় নেতৃবন্দ। এ বছর মাগুরা জেলায় ৫৭৭টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮৫ টি, শ্রীপুরে ১৩৪ টি, শালিখায় ১৩২ টি ও মহম্মদপুরে ১১৮ টি পূজা মন্ডপে দুর্গা পূজা উদযাপিত হচ্ছে।
(ডিসি/এএস/অক্টোবর ০১, ২০১৪)