সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই, বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : টানা এক সপ্তাহ যাবৎ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই। একই সাথে বাড়ছে জেলার অভ্যান্তরিন নদ-নদীর পানিও।
গেল ২৪ ঘন্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১.৬৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কৃষকেরা ফসল নষ্ট হওয়ার আশংকায় দিন কাটাচ্ছে।
এসকল এলাকায় ব্যাপকভাবে বাদাম, তিল, কাউন, ৭৬ ধান, পাট, আখ ও শাক-সবজি আবাদ করা হচ্ছে। এ সকল ফসল বন্যাপ্লাবিত হয়ে নষ্ট হলে বিপাকে পড়বে কৃষক।
চর অঞ্চলের কৃষক তালেব আলী জানান, যে হারে পানি বাড়ছে এতে আমাদের আবাদি জমির ফসল ডুবে নষ্ট হয়ে যাবার আশংকা করছি ৷
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানান, রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ১৫ সেন্টিমিটার। একই সময়ে জেলার অভ্যান্তরিন ফুলঝোড়, ইছামতি, করতোয়া, বড়াল ও চলনবিলের পানিও বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশংকা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন,. ধান কাটা শেষে। চর অঞ্চলে তিল, কাউন, বাদাম, আউশ ধান আছে। নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে তবে এখন কোন জায়গায় ফসল প্লাবিত হয়নি।
(আই/এসপি/জুন ১৩, ২০২২)