সিরাজগঞ্জে নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর আয়োজনে, গজারিয়া মেডিকেল কলেজের হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ড. জান্নাত আরা তালুকদার হেনরী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাতা সদস্য আলহাজ্ব শামীম তালুকদার লাবু, ১নং রতনকান্দি ইউনিয়নের ৮নং ওর্য়াডের মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম ধুল্লু, রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি মো: লোকমান হোসেন বুদ্দু, জান্নাত আরা হেনরি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ শ্রী নির্মল চন্দ্র দত্ত, হেনরি ইনস্টিটিউট অব বায়োসায়েন্সে'র অধ্যক্ষ আতিকুর রহমান আতিক, হেনরি স্কলাস্টিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রওশন আলম।
(আই/এসপি/জুন ১৩, ২০২২)