তজুমদ্দিনে উদ্যোক্তাকে পিটিয়ে জখম
ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পূর্বশত্রুতার জেরে ইউপি উদ্যোক্তা মোঃ নোমানের উপর হামলা চালিয়েছে গোফরান নামে এক যুবক। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে আচমকা হামলা করে ১ নং ওয়ার্ডের ডুবাই বাড়ির শফিউল্লাহ ডুবাইর ছেলে গোফরান। এতে নোমানের দুই হাতে ও মাথায় মারাত্মক জখম হয়। আর্ত চিৎকার শুনে স্থানীয় জনসাধারণ আহত অবস্থায় তাঁকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন জানান তার দুই হাতে ও মাথায় আঘাত লাগার কারণে পুরুষ ওয়ার্ডের ছয় নং বেডে ভর্তি হয়েছেন।
নোমানের স্বজনরা জানান, তার মাথা থেকে রক্ত ঝরছে। উন্নত চিকিৎসার জন্য আমরা ভোলা সদর হাসপাতালে নিয়ে যাব এবং থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।
(সিআর/এসপি/জুন ১১, ২০২২)