সিরাজগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (৮ জুন) রাতে বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্য আব্দুল কাদের প্রামাণিকের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার চালা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনের ডাক দেয় স্থানীয় সরকার প্রতিনিধি ফোরাম।
একইদিন ওই স্থানে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ মাদক বিরোধী বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
গোলাম মোস্তফা জানান, চালা বাসস্ট্যান্ড থেকে বেলকুচি কলেজ মোড় পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
(ওএস/এএস/জুন ০৮, ২০২২)