ভাঙ্গায় ডাকাত জামালের লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মঙ্গলবার সকালে পুলিশের তালিকাভূক্ত কুখ্যাত ডাকাত জামাল মাতুব্বরের (৩২) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
জামালের বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে। তার শরীরে অসংখ্য কোপের দাগ রয়েছে।
জামালের স্ত্রী খোদেজা বেগম জানান, জামাল গত সোমবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, জামালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জামালের নামে পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।
(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)