ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রাইভেটকার চাপায় সোহরাব আলী (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে এক রিকশাযাত্রী।

বুধবার সাড়ে বারটার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারে এই ঘটনাটি ঘটে।

নিহত সোহরাব আলী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের বাসিন্দা। আহত গোলাম হোসেন (৬৭) শিয়ালকোল গ্রামের মৃত দানেজ আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ থেকে নলকাগামি দ্রুতগতির একটি প্রাইভেটকার বুধবার বেলা সাড়ে বারটার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক সোহরাব ও যাত্রী গোলাম হোসেন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সোহরাব আলীকে মৃত ঘোষণা করে।

(আইএইচ/এএস/ জুন ০১, ২০২২)