ফরিদপুরে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন রাজনৈতিক প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান শাহীনকে দুই মাস আগে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছিল স্থানীয় আওয়ামীলীগ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি তার অফিসের গাড়িতে করে নিজ কার্যালয়ে যাবার পথে নগরকান্দা বাজার সংলগ্ন পাম্পের মোড়ে আওয়ামীলীগ সমর্থকদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকেসহ তার দুইতিন জন সহযোগীকে স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক মিজান, সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, মিঠু, সেলিম তালুকদারসহ কয়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যানকে হামলা করে। এসময় চেয়ারম্যানসহ ৩/৪ জন আহত হয়। পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ফরিদপুর শহরে পাঠায়। আহতরা প্রথমে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাদের অভিযোগ জানায়। পরে দুপুরে তারা শহরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান শাহীন, তার চাচাতো ভাই তপু ও চেয়ারম্যানের পিএ আলমগীর হোসেন সেখানে ভর্তি আছেন। আহত চেয়ারম্যান শাহীন জানান, নিজ গাড়িতে করে উপজেলা কমপ্লেক্স-এ যাবার পথে আওয়ামীলীগ সমর্থক মিঠু ও সেলিম তালুকদার এবং তাদের সহযোগিরা চাকু ও লাঠিসোটা নিয়ে তার গাড়িতে হামলা চালায়। চেয়ারম্যান ও তার গাড়িতে থাকা লোকজনকে গাড়ি থেকে নামিয়ে চাকু দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে তিনি অভিযোগ করেন।
এব্যাপারে স্থানীয় যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ বলেন, শাহীন চেয়ারম্যানকে আমরা এলাকায় অবাঞ্ছিত করেছি। তার পরও তিনি এলাকায় প্রবেশ করায় দলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে লাঠি নিয়ে তাকে তাড়া করেছে, লাঠির দুই একটি আঘাতও তাদের লাগতে পারে। চাকু দিয়ে হামলার কথা তিনি অস্বীকার করেন।
নগরকান্দা থানার পুলিশ জানায় বেলা ১১টার দিকে উপজেলা চেয়ারম্যানকে নিয়ে উত্তেজনা ছড়িয়ে পরায় ফরিদপুর থেকে অতিরিক্ত ফোর্স তলব করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান বলেন, আহত চেয়ারম্যান শাহীন তার অভিযোগ জানাতে আমার দপ্তরে এসেছিল। আমি তার কথা শুনেছি, তিনি লিখিত অভিযোগ দিলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(আরআইআর/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৪)