পূজায় ছুটি না পেয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
নিউজ ডেস্ক : পূজায় ছুটি না পেয়ে প্রকাশ চন্দ্র রায় (৪০) নামে পুলিশের এক কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন। কুড়িগ্রামে জেলা সদরের খলিলগঞ্জে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
প্রকাশ চন্দ্র রায় লালমনিরহাট জেলার রতিধর সিন্দুরমতি গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি ২২ বছর ধরে পুলিশ কনস্টেবল পদে চাকরি করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে কুড়িগ্রাম সদর কোর্টে দায়িত্ব পালন শেষে জেলা সদরের খলিলগঞ্জের ভাড়া বাসায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন প্রকাশ চন্দ্র। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শ্যামলী রানী (৩৫) মঙ্গলবার জানান, তার স্বামী পূজার ছুটির জন্য আবেদন করলেও ছুটি মঞ্জুর হয়নি। স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি যেতে না পেরে মানসিক যন্ত্রণায় বিষপানে আত্মহত্যা করেন তিনি।
(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)