ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের পূবালী ব্যাংক লিমিটেড এর ৫৯তম উপশাখার উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক লিমিটেড এর উপশাখা উদ্বোধন উপলক্ষে রবিবার (২৯ মে ) সকাল ১১টায় শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখার শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের বগুড়া অঞ্চলের উপমহাব্যস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল ইসলাম চৌধুরী, পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক, পূবালী ব্যাংক লিমিটেডের বগুড়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. সালামুজ্জামান, সিরাজগঞ্জের চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সিরাজগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান তানভীর শামস চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, শিয়ালকোল পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজা, উজ্জ্বল ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আলম, অন্যান্য শাখা ব্যবস্থাপক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

(আই/এসপি/মে ২৯, ২০২২)