বিয়ে বাড়িতে খাবার খেয়ে বরযাত্রীসহ ৪০ জনের ডায়রিয়া!
জাহেদ সরওয়ার, কক্সবাজার : মহেশখালীতে এক বিয়ে বাড়ীতে খাবার খেয়ে ৪০ জন ডায়রিয়া ও পেট ব্যাথায় আক্রান্ত হয়েছ। এ ঘটনাটি ঘটেছে, মহেশখালী পৌরসভার পুটিবিলা ইয়ার মোহাম্মদ পাড়া এলাকা জনৈক জাহাঙ্গীর এর সাথে বড় মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনার জনৈক সেলিমের মেয়ের বিয়ে। এ উপলক্ষে কনের বাড়িতে বর পক্ষ দাওয়াত খাওয়া শেষে বাড়ী চলে আসে। হঠাৎ ২৮ মে রাত গভীরে বর পক্ষের লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকে। ভোর ৬টার পর রোগী আসতে আসতে ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। খাদ্য ভেজাল থাকায় এমনটা হয় বলে জানান. মহেশখালী হাসপাতালের চিকিৎসক। ২৮ মে সকাল পর্যন্ত হাসপাতালে ৪০জন ডায়রিয়য়া আক্রান্ত রোগী ভর্তি হয়। ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়। আক্রান্তদের অনেক জন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মেহমান।
আক্রান্তরা হলেন-জসিম উদ্দিন, তাহেরা খাতুন, জান্নাতুল ফেরদৌস, খুরশিদা, মোহাম্মদ শফি, গিয়াস উদ্দিন, জুলেখা, নাছিমা, মকসুদ মিয়া, আরফাত হোসেন, জাগির হোসেন, সায়মা, রাজিয়া বেগম, ইসলাম খাতুন, রিয়া মনি'সহ আরো অনেকে।আক্রান্তদের প্রায় মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামের বাসিন্দা।
বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ শেফা আক্তার(১৮) জানান, গত শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করি। পরে পেটে ব্যথা উঠে। রাতে পাতলা পায়খানা হওয়ার পর দুপুরে মহেশখালী হাসপাতালে ভর্তি হই। এছাড়া আমাদের সাথে যারা খেয়েছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
মহেশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক জানান, বিয়ে বাড়িতে খাওয়ার পর তাদের ডায়রিয়া ও পেটের ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। রোগীর সিটের সংকট থাকলেও দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। সকল নাগরিকদের পরিস্কার পরিছন্ন থাকার আহবান জানান।
(জেএস/এসপি/মে ২৮, ২০২২)