‘খালেদা-তারেককে নিয়ে কটুক্তি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না’
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানা্য় আটকে রেখে হত্যার ষড়যন্ত্র ব্যার্থ হওয়ায় এখন তাকে পদ্মায় ফেলে হত্যার হুমকি দেয়া হচ্ছে, কটুক্তি করা হচ্ছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে, বিএনপি নেতা-কর্মিদের জেলখানায় আটকে রেখে ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ এই অবৈধ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে দেবে না। জনগন জানে কিভাবে অবৈধ সরকারকে জোর করে ক্ষমতা থেকে টেনে নামিয়ে গনতান্ত্রিক নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে হয়।
বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও রাজধানিতে ছাত্রদল নেতা-কর্মিদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বৃহস্পতিবার বেলা বারটার দিকে শহরের ভাসানি মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, যুগ্ন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান।সমাবেশে বিএনপি ও এর অংগ সহযোগি সংগঠনের বিপুল পরিমান নেতা-কর্মি অংশগ্রহন করেন।
(আই/এসপি/মে ২৬, ২০২২)